ভারতের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা

ভারতে ২০১৯ সালের জাতীয় নির্বাচনের (লোকসভা) দিনক্ষণ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। রোববার বিকালে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়।এবারের নির্বাচন হবে ৭ দফায়। এর মধ্যে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। ২য় দফা ১৮ এপ্রিল। তৃতীয় দফা ২৩ এপ্রিল। চতুর্থ দফা ২৯ এপ্রিল । ৫ম দফা ৬ মে। ষষ্ঠ দফা ১২ মে। সর্বশেষ ও সপ্তম দফা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ মে।ভোটের ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে।গোটা ভারতের প্রায় ১০ লক্ষ পোলিং বুথ বসবে। ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট ব্যবহার করা হবে প্রতিটি পোলিং স্টেশনে। এছাড়া রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে না। প্রচারে পরিবেশের ক্ষতি করে এমন জিনিস ব্যবহার না করার জন্য রাজনৈতিক দলগুলির কাছে আবেদন করেছে নির্বাচন কমিশন। প্রত্যন্ত অঞ্চলে পথ নাটক, মেলায় প্রচার চলবে। কমিউনিটি রেডিও মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছবে ভারতের নির্বাচন কমিশন।

Facebook Comments