ঢাবি ভিসির কার্যালয়ে প্রার্থীদের বিক্ষোভ

ডাকসু নির্বাচ‌ন সংক্রান্ত নানা অস্বচ্ছতার অভিযোগ তুলে ঢাকা ‌বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গিয়েছেন চারটি প্যানেলের ভি‌পি ও জিএস প্রার্থীরা।রোববার বিকাল পৌনে চারটার দিকে তারা উপাচার্য কার্যালয়ে যান।এ সময় কার্যালয়ের কলাপসিবল গেটে তাদের বাধা দেওয়া হয়।এর প্রতিবাদে সেখানেই প্রার্থী ও তাদের সমর্থকরা কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন।পরে প্রার্থীদের মধ্যে কয়েকজনকে ভিসির কার্যালয়ে ঢোকার অনুমতি দেওয়া হয়।ডাকসু নির্বাচন ২টার মধ্যে প্রবেশকারী সকলেই ভোট দিতে পারবে বাম জোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী লিটন নন্দী, কোটা আন্দোলনের নেতা, ভিপি প্রার্থী নুরুল হক নুরু,স্বতন্ত্র সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এ আর এম আসিফুর রহমান, স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণী সেমন্তী খান ও ছাত্র ফেডারেশনের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজীর ভিসি কার্যালয়ে গিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। এ সময় ভিসি তাদের স্মারকলিপি গ্রহণ করেন।এসব প্রার্থীরা ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের সময় বাড়ানো, পোলিং এজেন্ট দেওয়ার সুযোগ, স্বচ্ছ ব্যালট বাক্স এবং নির্বাচনের দিন বিভিন্ন সড়কে বিশ্ববিদ্যালয়ের বাস বাড়ানোর দাবি জানান।স্মারকলিপিতে বলা হয়েছে,বিশ্ববিদ্যালয়ের সক্ষমতার মধ্যে সহজেই অর্জনযোগ্য কয়েকটি বিষয় নিশ্চিত করা হলে ১১ তারিখের নির্বাচনকে গ্রহণযোগ্য করা সম্ভব বলে মনে করি। এর মধ্যে আছে,আরও ৪ ঘণ্টা ভোট গ্রহণের সময় বাড়ানো, কেবল পোলিং বুথের ভেতর ছাড়া নির্বাচনি এলাকা ও ভোট কেন্দ্রের তথ্য সংগ্রহে সব ধরনের মিডিয়ার অবাধ সুযোগ তৈরি, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার ও পোলিং এজেন্ট নিয়োগের অনুমতি, নির্বাচনি পর্যবেক্ষক ও ভোটারদের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ, ভোট গ্রহণের দিন সকাল বেলা সব রুটে বিশ্ববিদ্যালয়ের বাসের সংখ্যা বাড়ানো।বামজোটের প্রার্থী লিটন নন্দী বলেন,আমাদের দাবিকে উপেক্ষা করে নির্বাচন করছে প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে কোনও ধরনের অনিয়ম হলে প্রশাসনকে আমরা ছেড়ে কথা বলবো না। গঠনতন্ত্রে পোলিং এজেন্টের কথা রয়েছে । কিন্তু অধিকাংশ প্রভোস্ট পোলিং এজেন্ট রাখার বিপক্ষে মত দিয়েছেন। আমরা মনে করি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসবে।প্রার্থীদের সমর্থকরা ভি‌সি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বি‌ভিন্ন স্লোগান দেন। সেগুলো হলো-মি‌ডিয়ার ওপর নিয়ন্ত্রণ, ছাত্রসমাজ মানবে না রড হাতু‌ড়ির জবাব দিন, ১১ তা‌রিখ সারা‌দিন,নীল নকশার নির্বাচন, ছাত্র সমাজ মানবে না,প্রহসনের নির্বাচন, ছাত্র সমাজ মানবে না ইত্যা‌দি।প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সোমবার অনুষ্ঠিত হবে।

Facebook Comments