মিয়ানমার মাতিয়ে দেশে বাংলাদেশের মেয়েরা

দেশে এবং দেশের বাহিরে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে একের পর এক সাফল্য অর্জন করেছে লাল সবুজের মেয়েরা। সেই ধারা অব্যাহত রেখেছে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দ্বিতীয় পর্বেও। টানা দুই জয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ফিলিপাইনকে ১০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ১-০ গোলে হারিয়ে লক্ষ্য পুরণ করেছে বাংলাদেশের মেয়েরা। টানা দুই জয়ে চূড়ান্ত পর্বের টিকেট নিশ্চিত করেছে তহুরা-মনিকা চাকমারা। তবে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী চীনের কাছে পরাস্ত হয়েছে লাল সবুজ জার্সিধারীরা। এই সাফল্যে বাংলাদেশের মেয়েদের সামনে ২০২০ সালের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার হাতছানি রয়েছে। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে সেরা তিনে থাকতে পারলেই প্রথমবারের মতো পাবে বিশ্বকাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ। তার আগে আরও একটি টুর্নামেন্টে খেলবে মারিয়া মান্দার দল। নেপালে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে ছোটন শিষ্যরা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও স্বাগতিক নেপাল। এদিকে মিয়ানমার মাতিয়ে দেশে ফিরেছে বাংলার বাঘিনীরা। দিবাগত রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে বাংলাদেশের মেয়েরা। এ সময় মেয়েদের ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী বিভাগের চেয়ারম্যান ও ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ। ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। প্রত্যেক খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মিষ্টিমুখ করানো।

Facebook Comments