সংসদের অধিবেশন ১১ মার্চ পর্যন্ত

একাদশ জাতীয় সংসদের চলতি অধিবেশন আগামী ১১ মার্চ পর্যন্ত চলবে।সোমবার বিকেলে সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।তবে স্পিকার চাইলে অধিবেশনের মেয়াদ পরিবর্তন করতে পারবেনজাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।বৈঠকে কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, হাসানুল হক ইনু, মো. ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ ও নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।বৈঠকে জানানো হয়, গত ৩০ জানুয়ারি শুরু হওয়া সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে ৫টি অধ্যাদেশ উপস্থাপিত হয়।অধ্যাদেশগুলো ইতোমধ্যে বিল আকারে পাস হয়েছে।আরো ৩টি সরকারি বিল উত্থাপনের অপেক্ষায় আছে।এছাড়া চলতি অধিবেশনে উত্থাপনের জন্য একটি বেসরকারি বিল পাওয়া গেছে।

Facebook Comments