হাসপাতালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেছেন। রাজশাহীতে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকায় ফিরে আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে তিনি হাসপাতালে যান।দেখে সোয়া চারটার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যান।প্রধানমন্ত্রী যাওয়ার কিছুক্ষণ পর বিকাল সাড়ে ৪টার দিকে ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।তিনি এখন সেখানে অবস্থান করছেন।হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় সকালে অসুস্থ হয়ে ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।সেখানে পরীক্ষা নীরিক্ষার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি।তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।পরিস্থিতি বুঝে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তাঁর অবস্থা ওঠানামা করছে। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে তাকে সিঙ্গাপুরে পাঠানো যা‌বে কিনা—য‌দি শুন‌তে চান, তাহ‌লে আমি বল‌ব—না। তাকে সিঙ্গাপুরে পাঠানো যা‌বে না। মে‌ডি‌কেল বো‌র্ডের সিদ্ধান্ত আছে যে তার যেমন চিকিৎসা চল‌ছে, সেটাসহ আরও সর্বাত্মক চেষ্টা চা‌লি‌য়ে যাওয়া।

Facebook Comments