যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য সাড়ে ১০ কোটি ডলার দেবে

যুক্তরাষ্ট্র সাড়ে দশ কোটি মার্কিন ডলার দেবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।তিনি বলেন,যুক্তরাষ্ট্রের নতুন সহায়তার অর্থ দিয়ে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবন রক্ষাকারী খাবারের সংস্থান করা হবে।এতে বিদ্যমান মানবিক সহায়তা পরিমাণ বাড়ানো যাবে।এসবের মধ্যে থাকবে স্থানীয় বাজার থেকে খাবার কেনার জন্য ভাউচার সুবিধা, বর্ষা ও ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি, অসহায় শিশু আর গর্ভবতী ও স্তন্যদাত্রী নারীদের জন্য পুষ্টির ব্যবস্থা। রোববার (৩ মার্চ) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় মানবিক সহায়তা দানকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। ২০১৭ সালের আগস্টে সহিংসতা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এজন্য প্রায় ৫০ কোটি ডলার দিয়েছে। এর মধ্যে ৪৫ কোটি ডলারের মতো ছিল বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় দেওয়া স্থানীয় মানুষদের জন্য বিভিন্ন কর্মসূচি বাবদ।যুক্তরাষ্ট্র এই সংকটে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। চরম দুর্ভোগের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সীমান্ত ও হৃদয়ের দ্বার খুলে দিয়ে বাংলাদেশের সরকার ও জনগণ যে উদারতা দেখিয়েছে আমরা তার প্রশংসা করি৷ আমরা সব সামর্থ্যবান দেশের প্রতি এই বৈশিক মানবিক সাহায্যে অবদান রাখার আহ্বান জানাচ্ছি।

Facebook Comments