মামলা মানেই স্বাধীনতা হরণ

রোববার (৩ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের কর্মকর্তাদের ভূমি ব্যবস্থাপনা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এ মন্তব্য করেন।যার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান বা তদন্ত করছেন ধরে নিতে হবে তিনি নির্দোষ।তবে অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেলেই তাকে অভিযোগ সংশ্লিষ্ট বলে মনে করা যেতে পারে।দুর্নীতি দমন কমিশনের কাজ করা চাকরি ভাবলে হবে না। এটা একটা মিশন। গতানুগতিক চাকরি আর কমিশনে চাকরির মধ্যে বিস্তর ফারাক রয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, আপনাদের আচরণে, কর্মে এবং সমাজে বিচরণে সততা, নৈতিকতা ও মূল্যবোধের অনুকরণীয় দৃষ্টান্ত হতে হবে।কমিশনের প্রতিটি কর্মীর কর্মের সমন্বিত ফলাফলের ওপর ভিত্তি করে কমিশনের সাফল্য-ব্যর্থতা।

Facebook Comments