শপথ নিবেন সুলতান-মোকাব্বির

অবশেষে শপথের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন সিলেট-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান ও মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।শুরু থেকে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিতদের শপথ না নেয়ার ঘোষণার পর থেকে এ দুই প্রার্থী জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত মেনে নেবেন নাকি শপথ নেবেন এ নিয়ে ছিল আগ্রহ। বিজয়ী এ দুই প্রার্থী শপথ নিচ্ছেন এমনটি শুরু থেকেই আলোচনায় থাকলেও এবার তা প্রকাশ্য। সুলতান-মোকাব্বিরের শপথ নেয়ার বিষয়টি ইতিবাচক বলে জানিয়েছেন নিজেই।এ ব্যাপারে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত গণফোরামের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর বলেন,আমরা শপথ নেয়ার ব্যাপারে ইতিবাচক।তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে চাই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটুক। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন যাতে আমি তাদের পক্ষে সংসদে কথা বলতে পারি। তাই আমি জনগণের পক্ষে কথা বলতে শপথের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবো। তারা নিশ্চয় চান না তাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সংসদ থেকে দূরে থাকি।সিলেট-২ আসন থেকে বিজয়ী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান বলেন,গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন। তিনি আসলেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।আমরা তো চাই সংসদে গিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাই। এখন চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন কামাল হোসেন সাহেব। তবে শপথের ব্যাপারে তাদের সিদ্ধান্ত ইতিবাচক হবে বলে জানান তিনি।

Facebook Comments