নিউজিল্যান্ডের রানের পাহাড়ে চাপা বাংলাদেশ

হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বিশাল লিডের পথে স্বাগতিকরা।ইতোমধ্যে দ্বিতীয় দিনশেষে কিউইদের সংগ্রহ ৪ উইকেটে ৪৫১ রান। এতে নিউজিল্যান্ড এগিয়ে আছে ২১৭ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের দেওয়া ২৩৪ রানের বিপরীতে আগের দিনে বিনা উইকেটে ৮৬ রান করার পর দ্বিতীয় দিন শেষে কিউইদের লিড ২১৭ রান। দিন শেষে উইকেটে অপরাজিত আছেন ৯৩ রান করা শেন উইলিয়ামসন। তার সঙ্গে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন নেইল ওয়েগনার (১)।শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে আগের দিনের ৮৬ রানের সঙ্গে রানের চাকা ঘুরাতে থাকেন দুই ওপেনার জিত রাভাল ও টম ল্যাথাম। দুজনের জুটিতে এসেছে ২৫৪ রান। কিন্তু এই জুটি ভাঙতে পারতো ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই। টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় বলেই অভিষিক্ত এবাদত হোসেন স্লিপে ক্যাচ বানিয়েছিলেন কিউই ওপেনার টম লাথামকে। সেটি রাখতে পারেননি সৌম্য সরকার। জীবন পেয়ে যান লাথাম, অক্ষত থাকে উদ্বোধনী জুটি। অবশেষে ৬৯.৫ ওভার শেষে প্রথমবারের মতো আক্রমণে এসেই জিত রাভালকে ফিরিয়ে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ।এরপর আবারো দাঁড়িয়ে যায় লাথাম-উইলিয়ামসন জুটি। এই দুজনের জুটি থেকে আসে ৭৯ রান। দলীয় ৩৩৩ রানের মাথায় সৌম্যের বলে মিথুনের ক্যাচ হয়ে ফিরলেন সেঞ্চুরিয়ান লাথাম। ব্যক্তিগত ১৬১ রানে লাথামকে ফিরিয়ে স্বস্তির উইকেট পেয়েছে বাংলাদেশ।

 

Facebook Comments