ভারতের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দিল পাকিস্তান

কাশ্মীরে জঙ্গি হামলার জেরে উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে।এদিকে জঙ্গি হামলার প্রতিশোধ নিতে গিয়ে সীমান্ত রেখা অতিক্রম করে পাকিস্তান ভূ-খণ্ডে আক্রমণ করে ভারতীয় বিমান বাহিনী। এসময় ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত ও এক পাইলটকে আটকের দাবি করেছে পাকিস্তান।এনিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে।এদিকে নিরাপত্তার অজুহাতে লাহোর থেকে অমৃতসারগামী যাত্রীবাহী ট্রেন সার্ভিস বন্ধ করে দিয়েছে পাকিস্তান।বৃহস্পতিবার সকাল ৮টায় পাকিস্তানের লাহোর থেকে পাঞ্জাবের অমৃতসারের উদ্দেশে ছাড়ার কথা ছিল সমঝোতা এক্সপ্রেস নামে একটি ট্রেনের।পাকিস্তানের গণমাধ্যম দেশটির রেলওয়ে কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জানায়, নিরাপত্তা নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনার মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য ট্রেন সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের রেল মন্ত্রণালয়। সমঝোতা এক্সপ্রেস ভারত-পাকিস্তানের মধ্যে চলা একটি ট্রেন সার্ভিস। দুই সপ্তাহ পরপর সোমবার ও বৃহস্পতিবার চলে ট্রেনটি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দু’দেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

Facebook Comments