আরচ্যারিতে বাংলাদেশ রানার-আপ

আজ মঙ্গলবার টঙ্গিস্থ শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে শেষ দিনের খেলায় ভারত ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়। আর স্বাগতিক বাংলাদেশ ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক পেয়ে রানার-আপ হয়। ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৪টি পদক জিতে তৃতীয় হয়েছে ইরান। এ ছাড়া জার্মানি ৩টি (১টি স্বর্ণ ও ২টি রৌপ্য), চাইনিজ তাইপে ২টি (১টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ), থাইল্যান্ড ১টি (স্বর্ণ) ও ইরাক ১টি (ব্রোঞ্জ) পদক জিতেছে।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে জার্মানির হাইগেনাহস ক্রিস্টিনার, ট্রাচসেল মারসেল ১৫৬-১৫৩ স্কোরের ব্যবধানে ভারতের প্রগতি ও জওকার প্রথমেশ সমাধানকে হারিয়ে স্বর্ণ পদক জয় করে। কম্পাউন্ড মহিলা এককে ভারতের প্রগতি ১৪৪-১৩৬ স্কোরের ব্যবধানে জার্মানীর হাইগেনাহস ক্রিস্টিনারকে পরাজিত করে স্বর্ণ জিতে নেন। কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে চাইনিজ তাইপের শেন চেইচ লুন ১৪৬-১৪৫ স্কোরের ব্যবধানে জার্মানির লউবে মারকাসেকে পরাজিত করে স্বর্ণ জয় করেন ।

Facebook Comments