শুরু ওয়ালটন বিশেষ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব

আজ সোমবার থেকে শুরু হয়েছে ওয়ালটন বিশেষ শিশু-কিশোরদের শীতকালিন ক্রীড়া উৎসব-২০১৯।সকালে রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ,এমপি।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মো. মাহবুবুর রহমান ও এটিএন বাংলার উপদেষ্টা (প্রশাসন ও মানব সম্পদ) মীর মো. মোতাহার হাসান। আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো. সাইদুল হক ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির মহাসচিব ড. সেলিনা আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মাহ্ফুজুর রহমান, প্রধান উপদেষ্টা, জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি ও চেয়ারম্যান, এটিএন বাংলা লিমিটেড।

উদ্বোধনী দিনে ৩৪টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন প্রতিবন্ধীদের ও বিভিন্ন বয়সীদের (৬-১০, ১১-১৫, ১৬-২২ ও ২৩ উর্ধ্ব বয়সী) দৌড় (৫০ ও ৭৫ মিটার), ক্র্যাচ দৌড়, হুইল চেয়ার দৌড়, দীর্ঘলম্ফসহ অন্যান্য ইভেন্ট।এবারের এই শীতকালিন ক্রীড়া উৎসবে সারাদেশের ২৫টি প্রতিবন্ধী সংস্থা, সংগঠন ও স্কুলের ৩৫০ জন শিশু-কিশোর অংশ নিয়েছে। তাদের সকলকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে জার্সি ও ক্যাপ দেওয়া হয়েছে। মোট ৫৪টি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। সাধারণত প্যারা অলিম্পিকে যে সকল ডিসিপ্লিন থাকে সেসব ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি ক্যাটাগোরিতে ভালো করা বিশেষ শিশু-কিশোরদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

Facebook Comments