প্রকৃত ঘটনা জানা যাবে পাঁচদিনের মধ্যে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার প্রকৃত ঘটনা আগামী পাঁচদিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি বলেন,বিমানবন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তা রয়েছে।সেই নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ওই অস্ত্রধারী কীভাবে প্রবেশ করল তা নিয়ে আমরা রীতিমতো হতবাক। এ বিষয়ে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ঘটনাটি আমার কানে আসার সঙ্গে সঙ্গে আমি প্রধানমন্ত্রীর কাছে যাই।তিনি তাৎক্ষণিক বিমান বাহিনী, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সফলভাবে অভিযান চালানোর নির্দেশনা দেন।তার নির্দেশনা মতে জাতি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।এটি কোনো খেলনা পিস্তল ছিল কি না এই মুহূর্তে এটিও বলা ঠিক হবে না।বিষয়টি তদন্তসাপেক্ষ।এদিকে ওই যুবককে না মেরে তথ্যের জন্য কেনো জীবিত রাখা হলো না, জানতে চাইলে কোন সদুত্তর দেননি কর্মকর্তারা।

Facebook Comments