চার বলে চার উইকেট নিয়ে রশিদ খানের ইতিহাস

প্রথম আফগানি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করার পাশাপাশি এই ফরম্যাটে পর পর চার বলে চারটি উইকেট নেওয়া বিশ্বের প্রথম বোলারে পরিণত হলেন রশিদ খান।টি-টোয়েন্টি ক্রিকেটে সপ্তম ক্রিকেটার হিসেবে রশিদ খানের হ্যাটট্রিক করার দিনে ভারতের দেরাদুনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৩২ রানে জিতে নেয় আফগানরা। তাতে টি-টোয়েন্টি সিরিজটিতে হোয়াইটওয়াশ হয় আইরিশরা।২১১ রানেড় লক্ষ্যে ব্যাট করতে নেমে রশিদের করা ইনিংসের ১৬ তম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন কেভিন ও’ব্রায়ান। ১৮তম ওভারের পুনরায় বল করতে এসে প্রথম তিন বলে আফগান এই লেগ স্পিনার সাজঘরে পাঠান যথাক্রমে জর্জ ডকরেল, শেন গেটকেট ও সিমি সিংকে।ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে জোস লিটলকেও আউট করেন রশিদ। সব মিলিয়ে ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন আইসিসির এক নম্বর টি-টোয়েন্টি বোলার।পর পর চার বলে চার উইকেট টি-টোয়েন্টি ক্রিকেটে আর কারও নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে শ্রীলঙ্কার ইয়র্কার স্পেশালিস্ট লাসিথ মালিঙ্গা চার বলে চার উইকেট নিয়েছিলেন। সেদিক থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এমন নজির দ্বিতীয়।

Facebook Comments