উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে নদীর তীর দখল রোধে

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিপিং রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ (এসআরএফবি) এর নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন,নৌপরিবহন মন্ত্রণালয়ের উন্নয়ন এবং এর স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধির জন্য শিপিং রিপোর্টার্স ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।এক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক লেখনীকে সাধুবাদ জানানো হবে।তিনি জানান, মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার তথ্য জানতে বিভিন্ন সোর্স থাকলেও সাংবাদিকদের ওপর অনেক ক্ষেত্রে নির্ভর হতে হয়। তিনি আশা করে বলেন, এসব ক্ষেত্রে শিপিং রিপোর্টার্স ফোরাম আরো বেশি গঠনমূলক ভূমিকা পালন করবে। প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের উন্নয়নের জন্য ভবিষ্যতে করণীয় দিকগুলো তুলে ধরতে শিপিং রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানান।সভার শুরুতে প্রতিমন্ত্রী সম্প্রতি রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এছাড়া প্লেন ছিনতাই চেষ্টার বিষয়টি সরকার সফলতার সঙ্গে মোকাবেলা করেছে বলে জানান প্রতিমন্ত্রী।

Facebook Comments