তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি পিলখানায় বিদ্রোহের

রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পুরানো পল্টন মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে ‘২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি’ স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ বলেন, ‘পিলখানা গণহত্যায় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হয়েছে। আমরা পত্র-পত্রিকা দেখেছি। যার সিগন্যালে ঘটনাটি শুরু হবে তিনি স্টেজে অজ্ঞান হয়ে পড়েছেন। পিলখানা হত্যায় জড়িত একটি দলের সঙ্গে হত্যাকাণ্ডের আগে আলাপ-আলোচনাও হয়েছে। হয়তো তাদের সম্মতিতেই এ ঘটনা ঘটেছে।’

Facebook Comments