ঢাকায় কোনো কেমিক্যাল গোডাউন থাকবে না

শনিবার পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়াদুল কাদের বলেন ঢাকায় কোনো কেমিক্যাল গোডাউন থাকবে না।চকবাজার থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেয়া হচ্ছে।শুধু চকবাজার নয়,ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন পর্যায়ক্রমে সরানো হবে।ঢাকায় কোনো কেমিক্যাল বা রাসায়নিক পদার্থের গোডাউন থাকবে না।পুরান ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ ও অবৈধ সব কেমিক্যাল গোডাউন এবং অবকাঠামো সরিয়ে ফেলার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।সে অনুযায়ী সিটি করপোরেশন ইতোমধ্যে উদ্যোগও নিয়েছে।চকবাজার আগুনের ঘটনায় আগামী ২-৩ দিনের মধ্যেই সরকার গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।এই কমিটির প্রতিবেদন সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।এই মুহূর্তে সরকার তিনটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে।প্রথমত স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা,দ্বিতীয়ত আহতদের চিকিৎসা দেয়া এবং তৃতীয়ত যাদের লাশ এখনও পাওয়া যায়নি বা নিখোঁজ লাশগুলো শনাক্ত করে তার ডিএনএ টেস্ট পরীক্ষা করা।

Facebook Comments