শিক্ষামন্ত্রী দীপু মনি পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রে গেলেন

বুধবার সকালে এসএসসি পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী।কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।শিক্ষকদের কোচিং বাণিজ্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে কোচিং করা হয় সেটি ভিন্ন বিষয়। তবে শিক্ষকরা কোচিং বা বাড়িতে অর্থের বিনিময়ে কোচিং বাণিজ্য করলে তা বন্ধ করা হবে।পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন,পরীক্ষার্থী ও দায়িত্বরত শিক্ষকদের মনোযোগের যাতে বিঘ্ন না ঘটে সেজন্য পরীক্ষা শুরুর আগেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসেছি।

Facebook Comments