মিয়ানমার যাচ্ছে অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল

বুধবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি,প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে বললেন আঁখিশনিবার মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল মিয়ানমারে হবে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড।এ বাধা পার হতে পারলে বাংলাদেশের মেয়েরা পাবে সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের টিকিট।বাংলাদেশের মেয়েরা মিয়ানমারের টিকিট পেয়েছে গত বছর সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত বাছাইয়ের প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে।বাহরাইন,লেবানন,সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনামকে হারিয়ে দ্বিতীয় পর্বে ওঠা লাল-সবুজ জার্সিধারী মেয়েদের সামনে এবার চীন,ফিলিপাইন ও স্বাগতিক মিয়ানমার।চার দলের লড়াইয়ে প্রথম দুইয়ে থাকতে পারলেই টানা দ্বিতীয়বারের মতো চূড়ান্ত পর্বে উঠবে বাংলাদেশ।মিয়ানমারে বাংলাদেশের প্রথম ম্যাচে ২৭ ফেব্রুয়ারি ফিলিপাইনের বিরুদ্ধে। ১ মার্চ স্বাগতিকদের মুখোমুখি হবে।শেষ ম্যাচ ৩ মার্চ চীনের বিরুদ্ধে। তিন প্রতিপক্ষের মধ্যে চীন ও ফিলিপাইন একেবারেই নতুন বাংলাদেশের সামনে।মিয়ানমারের বিরুদ্ধে আগে সিনিয়র পর্যায়ে খেলেছেন বাংলাদেশের মেয়েরা।বাংলাদেশ নারী ফুটবলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন,আমাদের লক্ষ্য চূড়ান্ত পর্ব। আমরা ভালো ফুটবল খেলেই দ্বিতীয় পর্বে উঠেছি।মিয়ানমারেও দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে পারবো।

Facebook Comments