দুদকের অভিযান নদীর তীর ধ্বংসের অভিযোগে

মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য এতথ্য নিশ্চিত করে নদীর মাটি কেটে নদীর তীর ধ্বংস করে এবং পরিবেশের বিপর্যয় ঘটিয়ে কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য করার অভিযোগে কুমিল্লা, ঝিনাইদহ ও বগুড়ায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং ট্রাক্টর ও ড্রেজার জব্দ করা হয়।গোমতী, নাগর ও কালিগঞ্জ নদীর মাটি কেটে নদীর তীর ধ্বংস করে এবং পরিবেশের বিপর্যয় ঘটিয়ে কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দুদক টিম,স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে গঠিত যুগপৎ টিম মঙ্গলবার এই অভিযান চালায়।

Facebook Comments