সড়ক শৃঙ্খলায় শাজাহান খান

রোববার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভায় এ কমিটি গঠন করা হয়।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে ব্রিফিং করেন।তিনি জানান,দুটি কমিটির একটি হচ্ছে,১৫ সদস্যের সড়ক পরিবহনে শৃঙ্খলা ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি,যার প্রধান করা হয়েছে সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।এই কমিটির অন্য সদস্যরা হল,সড়ক পরিবহন নেতা মশিউর রহমান রাঙ্গা,সৈয়দ আবুর মকসুদ,ইলিয়াস কাঞ্চন,খন্দকার এনায়েত,ওসমান গনি,ট্রাক-কার্ভাড ভ্যান মালিক ও শ্রমিকদের একজন করে দু’জন প্রতিনিধি,বিআরটিএ,ডিআইজি হাইওয়ে,ডিআইজি অপারেশন,এআরআই- বুয়েট,অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি ও সড়ক পরিবহন মন্ত্রণালয় প্রতিনিধি।তিন সদস্যদের অন্যটি হলো সড়ক পরিবহন আইন বাস্তবায়ন কমিটি। এই কমিটির সদস্যরা হলেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল,আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।দুটি কমিটিকেই আগামী ১৪ কার্য দিবসের মধ্যে সুপারিশ প্রতিবেদন জমা দিতে হবে।এর মধ্যে সড়ক পরিবহনে শৃঙ্খলা ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি সুপারিশ করবে কিভাবে সড়কে শৃঙ্খলা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা যায়। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে আমরা পর্যালোচনা করে কার্যকরি ব্যবস্থা নেব।আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সড়কে যে বিশৃঙ্খলা আছে,সেটি ফিরিয়ে আনা।

Facebook Comments