ভাড়া কমানোর বিষয় বিবেচনাধীন

রোববার সচিবালয়ের নিজ দপ্তরে এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।পার্শ্ববর্তী ভারতে অভ্যন্তরীণ রুটে বাংলাদেশের চেয়ে প্লেন ভাড়া অনেক কম বিষয়টি নজরে আনা হলে প্রতিমন্ত্রী বলেন,ভাড়ার ব্যাপারে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে।আমাদের সরকারি এয়ার লাইন্স বিমানের ভাড়া তুলনামূলক কম।বেসরকারিখাতে কমানো যায় কিনা,সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।এওএবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন,ভারত সরকার পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থাকে সহজলভ্য করার জন্য অনেক ভর্তুকি দেয়।এজন্য তাদের অভ্যন্তরীণ রুটে ভাড়া কম মনে হলেও ভায়াবিলিটি গ্যাফ হিসেবে সরকার মালিকদের ভর্তুকি দিয়ে পুষিয়ে দেয়।প্রধানমন্ত্রী ১০০টি ইকোনোমিক জোন হাতে নিয়েছেন।ইতোমধ্যে বেশ কয়েকটি বাস্তবায়নও হয়েছে।এখন আগের চেয়ে অনেক বেশি দেশি-বিদেশি বিনিয়োগ আসছে।

Facebook Comments