বাংলাদেশের হার

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হলো হার দিয়ে। স্বাগতিকদের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে টাইগাররা।বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের লক্ষ্যে স্বাগতিকদের দুই ওপেনার মিলেই তুলে ফেলেন ১০০ রান।দলীয় শতরান পার হয়েই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড।এরপরে অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট ছাড়া আর হারাতে হয়নি কাউকে।এক প্রান্তে দারুণ ব্যাট চালিয়ে মার্টিন গাপটিল তুলে নেন ক্যারিয়ারের ১৬তম ওয়ানডে সেঞ্চুরি।তৃতীয় উইকেট জুটিতে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম।তবে সেই চেষ্টাও ব্যর্থ করে দলীয় ৪২ রানে বোল্টের বলে প্যাভিলিযনের পথ ধরেন মুশফিক।আস্থার সঙ্গে ব্যাট করতে থাকা সৌম্য সরকারও ক্রিজে টিকতে পারেননি খুব বেশি সময়।২২ বলে ৩০ রান করে সাজ ঘরে ফেরত যান তিনিও।দলীয় ৭১ রানে ফার্গুসনের বলে স্লিপে রস টেইলরের হাতে ক্যাচ দিয়ে আউট হন মাহমুদউল্লাহ।তার পরে ক্রিজে নামা সাব্বির রহমানও ২০ বলে ১৩ রান করে ফেরত যান।দলকে এগিয়ে চেষ্টা করেন মেহেদি হাসান মিরাজও।দলীর স্কোর শত পার করে টেনে নিয়ে আরও কিছু দূর।তবে ২৭ বলে ২৬ রান করে স্যান্টনারের বলে আউট হয়ে ফেরেন তিনিও।একপ্রান্ত থেকে একে একে বাংলাদেশের ব্যাটসম্যানরা আউট হয়ে ফিরলেও আরেক প্রান্ত আগলে রাখেন মোহাম্মদ মিঠুন।আগামি ১৬ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।

Facebook Comments