ডিজিটাল বিশ্ববিদ্যালয় হবে প্রতি বিভাগে

বুধবার (১৩ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. সমিরউদ্দিন আহমেদ শিমুলের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন,ঢাকায় যে ডিজিটাল ইউনিভার্সিটি করছি,সেটা বাস্তবায়ন হলে সেখানে শিক্ষক নিয়োগের বিষয় আছে।সেটা করা হলে এরপর আমরা রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে ডিজিটাল ইউনিভার্সিটি করবো।বিরোধী দল জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,আমাদের উন্নয়ন পরিকল্পনায় কোনো জায়গা বাকি থাকে না।সকল জায়গায় উন্নয়ন করতে হবে,এটা আমাদের লক্ষ্য। আমরা প্রত্যেক জেলায় একটি করে আইটি পার্ক করে দিচ্ছি।

Facebook Comments