খালেদা জিয়ার জামিন নিয়ে কথা বলতে চান জাফরুল্লাহ

শনিবার ৯ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের আয়োজনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রীর উদ্দেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন,আপনি আর একটা সংলাপ ডাকেন।পরিষ্কার করে বলেন,খালেদা জিয়ার জামিনের ব্যাপারে কোনও প্রতিবন্ধকতা করবেন না।পরিষ্কার করে বলে দেন,এদিকে কোনও নাক গলাবেন না।বিচারকে বিচারের মতো চলতে দেন।তারপর দেখি খালেদা জিয়ার মুক্তি হয় কিনা।জাফরুল্লাহ চৌধুরী বলেন,আমি বিএনপির নেতাদের বারবার বলে আসছি,গতকালও প্রস্তাব করেছি,আপনাদের রাস্তায় থাকতে হবে। দে‌শে আন্দোলন গড়ে তুলতে হবে।আমি খুশি হতাম বিএনপির এক হাজার নারী নেত্রী যদি আজ দুই ঘণ্টার জন্য রাস্তায় বসে থাকতেন।তারপর ৫০টা ট্রাক নিয়ে সারা ঢাকা শহরে ঘুরতেন।আর একটা স্লোগান দিতেন গণতন্ত্র চাই,খালেদা জিয়ার মুক্তি চাই।এটা করতে পারলেই দেশে সুশাসন আসবে আর সুশাসন ছাড়া বাংলাদেশে শান্তি ফিরে আসবে না।এসময় তিনি তারেক রহমানকে উদ্দেশ করে বলেন,আপনি আপনার দলের মিটিং অবশ্যই করবেন।তবে আপনাদের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে করবেন।ভুলভ্রান্তি সবারই হয়।তবে ধৈর্য ধরতে হবে।কারণ আপনি বাংলাদেশের ভবিষ্যৎ।আপনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী।তাড়াহুড়া করবেন না।আপনার দিকে অনেকেই চেয়ে আছে।

Facebook Comments