কমিটি ২০ কর্মদিবসে প্রতিবেদন দেবে

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বলেন,জাহালমের অনুসন্ধানে কার গাফেলতি তা ২০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে কমিটিকে বলা হয়েছে।পাটকল শ্রমিক টাঙ্গাইলের জাহালমের কারাভোগ ও হয়রানির ঘটনায় তদন্তকারী কর্মকর্তাদের গাফিলতি আছে কি-না তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিটিকে আগামী ২০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।দুদক সচিব ড. মো. শামসুল আরেফিনের সই করা এক আদেশে বলা হয়, দুদকের করা ২০১২ সালে ৩৩টি মামলার মূল আসামি আবু সালেকের পরিবর্তে ভুলব্যক্তি জাহালমকে চার্জশিটভুক্ত ও কারাগারে অন্তরীণ থাকা সংক্রান্ত ঘটনায় তদন্তপূর্বক দায়-দায়িত্ব নিরুপণের জন্য কমিশনের পরিচালক (লিগ্যাল) আবুল হাসনাত মো. আব্দুল ওয়াদুদের নেতৃত্বে এক সদস্যের একটি উচ্চ ক্ষমতাস্পন্ন কমিটি গঠন করা হয়েছে।প্রায় তিনবছর কারাভোগ করা জাহালমকে অর্থ আত্মসাৎ মামলায় যুক্ত হওয়ার বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন দুদক কর্মকর্তারা। তারা বলছেন, একাধিক ব্যাংক কর্মকর্তা জাহালমকেই আবু সালেক হিসেবে চিহ্নিত করেন। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্য ছবি দেখেই তাকে শনাক্ত করেন।

Facebook Comments