১ দিন সময় বাড়ল বাণিজ্য মেলার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।গত ৯ জানুয়ারি শুরু হওয়া এ মেলা আগামী ৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে এর মেয়াদ এক দিন বেড়ে শেষ হবে ৯ ফেব্রুয়ারি শনিবার।ওই দিন সকাল ১১টায় মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে মেলায় সমাপ্তি ঘোষণা করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী সেরা ভ্যাটদাতা ও সেরা প্যাভিলিয়নের বিজয়ীদের হাতে পুরস্কার দিবেন হবে বলে রপ্তানি উন্নয়ন বুর‍্যো (ইপিবি) সূত্রে জানা গেছে।এ বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ১১০টি। মিনি প্যাভিলিয়ন ৮৩টি। স্টল ৪১২টি।মেলা মাঠের আয়তন ৩১ দশমিক ৫৩ একর।মেলায় রয়েছে- মা ও শিশু কেন্দ্র, শিশুপার্ক, ই-পার্কসহ পর্যাপ্ত এটিএম বুথ। রয়েছে পোশাক, হোমটেক্স, ফেব্রিকস, হস্তশিল্প, পাট-পাটজাত পণ্য, চামড়া-চামড়াজাত পণ্য, তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক পণ্য, পলিমার পণ্য, কসমেটিকস হারবাল ও প্রসাধনী সামগ্রী। আরো রয়েছে খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি, নির্মাণসামগ্রী ও ফার্নিচারের স্টল।মেলায় প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট ফি নির্ধারণ হয়েছে ৩০ টাকা ও অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চালু থাকে।

Facebook Comments