উবার এবার বাস সার্ভিস নিয়ে আসছে

প্রথমবারের মতো বাস সার্ভিস নিয়ে এসেছে উবার।তবে অ্যাপের মাধ্যমে পুরো বাস ভাড়া করতে পারবেন না ব্যবহারকারীরা বরং বাসের অ্যান্ড-টু-অ্যান্ড গতিবিধি ও রিয়েল-টাইমে গণ-পরিবহনের তথ্য পাওয়া যাবে অ্যাপটিতে।সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডেনভারে সার্ভিসটি শুরু করেছে উবার। পর্যায়ক্রমে বাংলাদেশসহ উবারের কার্যক্রম থাকা সর্বত্র এই সুবিধা চালু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির রিজিওনাল ট্রান্সপোর্ট ডিসট্রিক্ট (আরটিডি)-এর মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী ডেভিড জেনোভা।বাস স্ট্যান্ডগুলোতে হেঁটে যাওয়ার পথও দেখানো হবে অ্যাপে।শিগগিরই এতে আরটিডি টিকেট কেনার অপশন চালু হবে বলে জানিয়েছে উবার

Facebook Comments