জয় কুমিল্লার

দুই দলের প্রথম সাক্ষাতে ১৫৩ রান করেও সাত রানের ব্যবধানে জিতেছিল কুমিল্লা। সে ম্যাচেরই পুনরাবৃত্তি ঘটলো দ্বিতীয় ম্যাচেও।তবে এবার মাত্র ১২৭ রানের পুঁজি নিয়েও শক্তিশালী ঢাকাকে ১ রানে হারিয়ে দিয়েছে কুমিল্লা।আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনিল নারিনদের মতো মারমুখী ব্যাটসম্যানদের বিপক্ষে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেছেন শহিদ আফ্রিদি, মোহাম্মদ সাঈফউদ্দীন,ওয়াহাব রিয়াজরা। ঢাকার ইনিংসের ১৬ ও ১৭তম ওভার দুইটিই মেইডেন নেন আফ্রিদি ও সাঈফউদ্দীন। তবে লেগবাই থেকে ১ রান যোগ হয় ঢাকার স্কোরকার্ডে।শেষ ওভারে ঢাকার জয়ের জন্য প্রয়োজন ছিলো ১৩ রান। আন্দ্রে রাসেল যখন স্ট্রাইক পান তখন বাকি ছিল ৪ বলে ১২ রান। এমতাবস্থায় দুই বল ডট করেন সাঈফউদ্দীন, পঞ্চম বলে ছক্কা মারেন রাসেল। তবে শেষ বলে নিখুঁত ইয়র্কারকে রাসেলকে ভূপাতিত করে দলকে ১ রানের জয় পাইয়ে দেন সাঈফউদ্দীন।কিন্তু শেষ ওভারের প্রথম বলে স্ট্রাইকে থাকেন রুবেল হোসেন। এদিকে হাতে ব্যান্ডেজ লাগিয়ে মাঠে ফিরে আসেন সাঈফউদ্দীন। আগের তিন ওভারে ১ মেইডেনসহ মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট নেয়ায় তার হাতে বল তুলে দেয়ার আগে ভাবতে হয়নি কুমিল্লা অধিনায়ক ইমরুল।ঢাকার পক্ষে বল হাতে একাই ৪ উইকেট নেন রুবেল হোসেন। অধিনায়ক সাকিব আল হাসান এবং সুনিল নারিন নেন ১টি করে উইকেট। কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করা তামিমের উইকেটটি নেন শুভাগত হোম।

Facebook Comments