আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক হত্যায় স্ত্রীর ফাঁসির রায়

মঙ্গলবার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ বি এম নিজামুল হক দীপার উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক হত্যা মামলায় তার স্ত্রী দীপা ভৌমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।গত বছর ৩ এপ্রিল রংপুর শহরের তাজহাট মোল্লাপাড়ায় রথিশের বাড়ি থেকে কিছুটা দূরে একটি নির্মাণাধীন বাড়িতে রথিশের লাশ বালুচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে র‌্যাব।নিহত রথিশের ছোট ভাই রংপুরের বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক খোলা কাগজ রংপুর অফিস প্রধান সুশান্ত ভৌমিক এ ঘটনায় বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।নিহত রথিশ ছিলেন জাপানী নাগরিক হোশিও কুনি হত্যা মামলার বিশেষ পিপি।এছাড়া তিনি আওয়ামী লীগ রংপুর জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুরের সভাপতি,হিন্দু ধর্মীয় কল্যান স্ট্রাস্টের স্ট্রাস্টি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ছিলেন।
দীপা ও কামরুলের পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে রথীশকে হত্যা করেন বলে পুলিশের তদন্তে উঠে আসে।ছেলে আইন বিষয়ে পড়াশোনা করছেন।আর মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী।

Facebook Comments