বিএনপি অভ্যন্তরীণ কোন্দলে ভাঙবে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বিএনপি তাদের কর্মকাণ্ডে নিজেদের এলোমেলো করে ফেলেছে।দলটি অভ্যন্তরীণ কোন্দলের কারণেই ভেঙে যাবে বৃহস্পতিবার ২৪ জানুয়ারি দুপুরে রাজধানীর একটি হোটেলে‘এলেঙ্গা-হাটিকমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।ওবায়দুল কাদের বলেন,বিএনপির যা পারফরমেন্স আন্দোলনে ও নির্বাচনে,তাতে দলটি যদি ভাঙনের মুখে যায়,তাহলে তা তাদের ঘরোয়া কলহ-কোন্দলের জন্যই ভাঙবে।
ইতোমধ্যে তাদের নেতারা ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন।তাদের নিজেদের মধ্যেই ভাঙনের সুর।যাদের নিজের ঘরেই শত্রু, তাদের সঙ্গে শত্রুতা করার জন্য বাইরের শত্রু কোনও প্রয়োজন আছে বলে কেউ মনে করে না।ঐক্যফ্রন্ট থাকবে না বলেও মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন,ঐক্যফ্রন্ট একটা জগাখিচুড়ি।এই জগাখিচুড়ির ঐক্য থাকবে না,এটা সবাই জানে।ইতোমধ্যে জাতীয় পার্টির সিদ্ধান্ত হয়েছে, জাতীয় সংসদে তারা বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে বলেও জানান ওবায়দুল কাদের।বিএনপি না আসলে ইতোমধ্যে তো জাতীয় পার্টি অপজিশনের ভূমিকায় চলে গেছে।

Facebook Comments