প্রবাসীরা ভোটার হিসেবে নথিভুক্ত হতে পারবে

বিদেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা যাতে দেশে ভোটার হিসেবে নথিভুক্ত হতে পারেন,সেজন্য একটি পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বৃহস্পতিবার ২৪ জানুয়ারি দিল্লিতে একটি সেমিনারে এ কথা বলে তিনি।মেকিং আওয়ার ইলেকশনস মোর ইনক্লুসিভ অ্যান্ড অ্যাকসেসিবল শীর্ষক এক সেমিনারে যোগ দিতে সিইসি নূরুল হুদা ভারত সফরে এসেছেন।দুদিনব্যাপী এই সেমিনারের আয়োজক ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন।ওই সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে নূরুল হুদা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার রেজিস্ট্রেশন সিস্টেমের কথা জানান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি তুলে ধরেন এই সিস্টেমের নানা দিক।যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি, নতুন সিস্টেমের আওতায় সেসব দেশে বাংলাদেশের নির্বাচন বিশেষ কার্যালয় চালু করা হবে বলেও তিনি জানান।এই ভোটার রেজিস্ট্রেশন অফিস চালু করা হবে সিঙ্গাপুর,সংযুক্ত আরব আমিরাত,সৌদি আরব,কুয়েত,মালয়েশিয়া, যুক্তরাজ্য (ব্রিটেন),যুক্তরাষ্ট্র (আমেরিকা),ইটালি,অস্ট্রেলিয়া ও কানাডার মতো বিভিন্ন দেশে।কিন্তু তাদের অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই বা তারা ভোটার তালিকায় নাম তুলতে পারেননি। একারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, সে কথাও সিইসি স্বীকার করেন।এই সমস্যার প্রতিকারেই প্রবাসীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ এই ভোটার রেজিস্ট্রেশন পদ্ধতি।এর ফিজিবিলিটি স্টাডি করার জন্য টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল বিশেষজ্ঞরা বিভিন্ন দেশে সফর করবেন বলেও সিইসি জানান।তিনি দিল্লিতে যে সেমিনারে এই পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন, সেখানে ভারত ছাড়াও নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, কাজাখস্তান, রাশিয়াসহ বিভিন্ন দেশের শীর্ষ নির্বাচনি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়াও ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা।

Facebook Comments