অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ওয়ালটন ৪২তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০১৮ উদ্বোধনী দিনে সবচেয়ে আকর্ষণীয় ১০০ মিটার স্প্রিন্ট অনুষ্ঠিত হয়।পুরুষ বিভাগে নতুন জাতীয় রেকর্ড গড়েন নৌবাহিনীর মো. ইসমাইল।তিনি ১০.২০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেন।নারী বিভাগে ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার।তিনি সময় নিয়েছেন ১১.৮ সেকেন্ড।আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এম.পি।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদ ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফ.এম ইকবাল বিন আনোয়ান (ডন),বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুর রকিব (মন্টু) আগামীকাল শুক্রবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সকাল ৫টা ৩০ মিনিটে হবে পুরুষদের ম্যারাথন। সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত হবে পুরুষ ১১০ মিটার হার্ডেলস হিট,পুরুষ জ্যাভলিন ফাইনাল,মহিলা লং জাম্প ফাইনাল, পুরুষ ৪০০ মিটার হিট,মহিলা ১০০ মিটার হার্ডেলস ফাইনাল, মহিলা ৪০০ মিটার হিট ও পুরুষ হ্যামার থ্রো ফাইনাল (আর্মি স্টেডিয়ামে)।বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত হবে পুরুষ ১১০ মিটার হার্ডেলস ফাইনাল, পুরুষ লং জাম্প ফাইনাল, পুরুষ ও মহিলা ৪০০ মিটার ফাইনাল,মহিলা জ্যাভলিন ফাইনাল,মহিলা ৩০০০ মিটারে ফাইনাল ও পুরুষ ৩০০০ মিটার স্টেপল চেজ।শনিবার প্রতিযোগিতার শেষ দিন হবে ,পুরুষ ডিসকাস,পুরুষ,মহিলা ৮০০ মিটার ফাইনাল, পুরুষ ১০০০০ মিটার দৌড়,পুরুষ ও মহিলা ৪০০ মিটার,পুরুষদের ২০ কিলোমিটার হাঁটা ফাইনাল,পুরুষ পোলভোল্ট,মহিলা ডিসকাস,পুরুষ ৪০০ মিটার হার্ডেলস ফাইনাল,পুরুষ ট্রিপল জাম্প,পুরুষ,মহিলা ২০০ মিটার ফাইনাল।

Facebook Comments