টাটা ও নিটল মটরস যৌথভাবে আনলো বাণিজ্যিক গাড়ি

টাটা ও নিটল মটরস বাংলাদেশের বাজারে নিয়ে এলো মাঝারি ধরনের বাণিজ্যিক গাড়ি টাটা এলপিটি ১২১২। আজ রাজধানীতে নতুন এ গাড়ির উদ্ধোধন অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
উদ্বোধন উপলক্ষে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন-এখন পর্যন্ত আমাদের সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো দৈশিক অভিজ্ঞতার সাথে শক্তিশালী ডিলার নেটওয়ার্ক এর সংযোজন। আমরা আত্নবিশ্বাসী যে টাটা এলপিটি ১২১২ এর মাধ্যমে এদেশের মাঝারি আকারের ট্রাকের জগতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং একটি উল্লেখযোগ্য মার্কেট শেয়ার দখল করতে পারবে।বাংলাদেশের জন্য কার্গো পরিবহন ব্যবস্থার সঠিক সমাধান হলো টাটা এলপিটি ১২১২ যা মাঝারি ধরনের ট্রাক হিসেবে গণ্য। পরিক্ষিত ইঞ্জিন লাইফ ও মেরামত যোগ্যতা সম্পন্ন সুপরিচিত ও নির্ভরযোগ্য ৪৯৭ টিসিআইসি কমন রেইল ইঞ্জিন সন্তোষজনকভাবে ট্রাকটির চালিকাশক্তি। নতুন এই গাড়ির নকশা এমনভাবে করা হয়েছে যা অধিক পারফরমেন্স ও বর্ধিত জ্বালানি সাশ্রয়ের ব্যপারটি নিশ্চিত করে এবং যাতে শব্দ ও ঝাকুনির মাত্রা কম হয়। ২৪৫ মি মি দীর্ঘ গ্রাউন্ড ক্লিয়ারেন্স অসমতল রাস্তায় গাড়ি চালানোর জন্য এলপিটি ১২১২ কে সবচেয়ে উপযোগী করে তুলেছে। আর ট্রাকটির পণ্য পরিবহন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বড় মাপের টায়ার সাইজের কারণে।

Facebook Comments