শপথগ্রহণের পর সিদ্ধান্ত জানাবে জাপা

একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি সরকারে নাকি বিরোধী দলের ভূমিকায় থাকবে, তা অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের।
বুধবার বনানীতে পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাপার প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৩১ জন প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিলেন।
প্রায় ৪ ঘণ্টা বৈঠক শেষে কো-চেয়ারম্যান জি এম কাদের সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সংসদ সদস্যদের শপথগ্রহণের পর জাপার পার্লামেন্টারি পার্টির সদস্যরা সভায় বসবেন৷ সভায় জাপার বিরোধী দলে যাওয়া, মন্ত্রিত্ব নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাজোটের সাথে আলাপ আলোচনা করে, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে জাপা সিদ্ধান্ত নেবে, সংসদে বিরোধী দলে যাবে কি না।
জি এম কাদের বলেন, আমরা মনে করি এখনও মহাজোটের অংশ হিসেবে আছি। মহাজোটের স্বার্থে যেটা করতে হবে, সেটাই করব৷
তিনি বলেন, মহাজোট ও দেশের স্বার্থে জাপা ভূমিকা রাখবে। এ জন্য প্রথমে শপথ নিবে নির্বাচিত সংসদ সদস্যরা। তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নিবে সংসদে জাপার কি করা উচিত।
সদ্য সমাপ্ত নির্বাচনে ২২ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপা৷

Facebook Comments