নিজ আসন খুইয়ে বগুড়ায় জিতলেন ফখরুল

ঠাকুরগাঁওয়ের নিজ আসনে হেরে গেলেও বগুড়া-৬ আসনে জয় পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হয়।এরপর বেসরকারি ফলাফলে দেখা গেছে, মির্জা ফখরুল বগুড়া-৬ আসনে পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৯৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।এখানে জিতলেও নিজ আসন ঠাকুরগাঁও-১ এ মির্জা ফখরুল পরাজিত হয়েছেন। এই আসনে তিনি পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯০৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নৌকার রমেশ চন্দ্র সেন ২ লাখ ২৪ হাজার ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এই আসনে আগে ২০০১ সালে, একবারই বিজয়ী হয়েছেন মির্জা ফখরুল। ওই নির্বাচনে তিনি ১ লাখ ৩৪ হাজার ৯১০ পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার রমেশ চন্দ্র সেন পেয়েছিলেন ৯৬ হাজার ৯৪৮ ভোট।এ ছাড়া ১৯৯১ থেকে মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেননি। ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগ নেতা খাদেমুল ইসলামের কাছে হেরে যান। আর ২০০৮ সালে বর্তমান এমপি রমেশ চন্দ্র সেনের কাছে পরাজিত হন বিএনপি মহাসচিব।

Facebook Comments