চার দেয়ালের মাঝে থার্টিফার্স্ট উদযাপন করতে চাইলে পুলিশকে জানান: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগরীর খোলা জায়গায় থার্টিফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞা থাকলেও চার দেয়ালের মাঝে করা যাবে। সে ক্ষেত্রে পুলিশকে জানাতে আহ্বান জানানো হয়েছে। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, এতে করে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে।
সোমবার (৩১ ডিসেম্বর) বিকালে ডিএমপি কমিশনার তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘মহানগরীর উন্মুক্ত স্থানে থার্টিফার্স্ট নাইটের কোনও অনুষ্ঠান করা যাবে না। তবে চার দেয়ালের মাঝে কেউ অনুষ্ঠান করলে আমাদের আপত্তি নেই। তবে সেক্ষেত্রে অনুরোধ করবো, পুলিশকে অবহিত করুন, যাতে আমরা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারি।’
তিনি বলেন, ‘থার্টিফার্স্ট নাইটকে ঘিরে সুস্পষ্ট কোনও নিরাপত্তা হুমকি নেই। তবে গতকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এ কারণে আমাদের বাড়তি সতর্কতা রয়েছে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘এরই মধ্যে আমরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলে দিয়েছি, আজকে বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনও গাড়ি সন্ধ্যা ৬টার পর প্রবেশ করবে না। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করবেন। রাত ৮টার পর বিশ্ববিদ্যালয় এলাকায় কোনও বহিরাগত থাকবে না।’
ডিএমপি কমিশনার জানান, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি ও রমনা পার্কে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
পাঁচ তারকা হোটেলে থার্টিফার্স্ট নাইট উদযাপনের বিষয়েও ডিএমপি কমিশনার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ‘গুলশানে পাঁচ তারকা হোটেলগুলোকে আমরা বলেছি, যদি কেউ ইনডোরে প্রোগ্রাম করে তাতে আমাদের কোনও আপত্তি নেই। তবে বাইরে কোনও প্রোগ্রাম, ডিজে পার্টি, ছাদের ওপরে কোনও প্রোগ্রাম না করার জন্য তাদের অনুরোধ করেছি।’
তিনি জানান, মহানগরীতে ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ থাকবে। ডিবি থাকবে। চেকপোস্ট থাকবে। কোনও স্বার্থান্বেষী মহল সুযোগ না নিতে পারে, কোনও জঙ্গি বা উগ্রবাদী গোষ্ঠী যাতে কোনও সুযোগ না নিতে পারে, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্যও আলাদা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘তারা বিভিন্ন হোটেলে ইংরেজি নতুন বছর উদযাপন করবে। এজন্য তাদের নিরাপত্তা দেওয়া হবে।’
পুলিশের চেকপোস্টে সাধারণ নাগরিকদের সাময়িক কষ্ট হতে পারে, সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

Facebook Comments