ড. কামালসহ হুমকিতে থাকা নেতারা নিরাপত্তা পাচ্ছেন

রাজনৈতিক শীর্ষ নেতাদের মধ্যে যাদেরই হুমকি আছে, তাদের সবাইকে সব ধরনের নিরাপত্তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার দুপুরে ডিএমপি সদর দফতরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, শুধু জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন নন, রাজনৈতিক শীর্ষ নেতাদের মধ্যে যাদেরই হুমকি আছে বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে তাদের সবাইকে সব ধরনের নিরাপত্তা দেয়া হচ্ছে।
এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি একটি মহল অপপ্রচার ও গুজব রটাচ্ছে বলে জানান আছাদুজ্জামান মিয়া।
পুলিশ কমিশনার বলেন, প্রতিটি নির্বাচনেই আমরা কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে থাকি। সে অনুযায়ী আমরা সেসব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে থাকি। সেই বিবেচনা থেকে সমগ্র ঢাকা মহানগরীতে সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
কমিশনার আরো বলেন, এবার ঢাকা মহানগরীতে কোনও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। তবে নির্বাচনকে ঘিরে পুরো রাজধানী আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
আছাদুজ্জামান মিয়া বলেন, কেউ যদি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের আচরণ বিধি লঙ্ঘন করে, পেশীশক্তি ব্যবহার করতে চায়, ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেয়, ভীতিকর পরিবেশ সৃষ্টি, জ্বালাও পোড়াও বা কোনো বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তবে তাকে কঠোর হস্তে দমন করা হবে।

Facebook Comments