সুষ্ঠু নির্বাচনে সেনাতেই ভরসা কামালের

ভোটের প্রচারণায় কোণঠাসা জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন বলেছেন, সেনাবাহিনী জনগণের আকাঙ্ক্ষা বুঝেন। অতীতের মতো তারা এবারও সুষ্ঠু নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখবেন।
সোমবার বিকেলে পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মলনে তিনি একথা বলেন।
কামাল হোসেন বলেন, ‘অতীতে নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন করেছে। আশা করছি, এবারের নির্বাচনেও তারা অতীতের মতো জনগণের আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের গণবিরোধী শক্তি সুষ্ঠু নির্বাচনের পথ বন্ধ করার পায়তারা করছে। আশা করছি, সেনাবাহিনী দলীয় প্রশাসন ও গণবিরোধী শক্তির পথ ধরবে না।’
এক প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্টের প্রধান নেতা বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব।’
৩০ ডিসেম্বর সবাইকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে ভোট দিতে যাওয়া উচিত। জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। পরিবর্তনের জন্য তারা ঐক্যবদ্ধ, এই পরিবর্তন আসবেই।’
সংবাদ সম্মেলনে কামাল হোসেন দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আর মাত্র ২/৩ বছর পর ২০২১ সালে, আমরা দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) পালন করব। সে দিন আমরা যাতে বলতে পারি, এমন একটি সরকার পেয়েছি, যারা সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে।’
সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন ক্রমেই নির্বাচনকে প্রহসনে পরিণত করছে।’
২৭ ডিসেম্বর সমাবেশ করার অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখনও অনুমতি পাইনি। তবে আশা করছি, সরকার সমাবেশ করার অনুমতি দেবে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আরও উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বিকল্পধারা একাংশের চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমিন ব্যাপারী প্রমুখ।

Facebook Comments