ঐক্যফ্রন্ট মাঠে নেই, আছে মিডিয়ায়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের রাজনীতি এখন মিডিয়ায় আছে, মাঠে নেই। কিছু হলেই তারা মিডিয়া ও সাংবাদিকদের দ্বরস্থ হন। জনসমর্থন নেই বলে ভোটের মাঠে যেতে পারছেন না।
শনিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কবিরহাটের নবগ্রাম বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ সম্পর্কে বলেন, ‘মওদুদ সাহেব বলেছিলেন এক মাসের মধ্যে রাজনীতির চেহারা বদলে যাবে। কিন্তু, এখন আমরা কি দেখতেছি, কই কোনো চেহারাইতো বদল হলো না। মানুষ এখন ভোটের আমেজে আছে, ভোট উৎসবের অপেক্ষায় আছে।’
তিনি বলেন, ‘আমি মাত্র ১২ বছর মন্ত্রিত্ব করেছি। আর মওদুদ সাহেব ২২ বছর মন্ত্রী ছিলেন। কই কোনো উন্নয়ন আছে তার? তার আমলে বিদ্যুৎ ছিল না। ছিল শুধু খাম্বা আর খাম্বা। তারা দলীয়করণেই ব্যস্ত ছিলেন। দলের লোক ছাড়া অন্য কারও জন্য কোনো উন্নয়ন করেনি। আমরা সবার উন্নয়ন করেছি।’
কাদের বলেন, ‘বিএনপির লোকজন শীতের অতিথি পাখি। এরা শীত আসলে আসে, শীত শেষে চলে যায়। ভোটের মাঠে এখন হাস্যরসে পরিণত হয়েছে, ধানের শীষও এখন বিষে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতার ও সার্বভৌমত্বের প্রতীক। মুক্তিযুদ্ধের প্রতীক, উন্নয়নের প্রতীক। এই বিজয়ের মাসে নৌকার জয় হবেই।’
এ সময় মন্ত্রীর সঙ্গে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments