এক ক্লিকেই দুটি সময়

১৯৭১ এর বিজয় ও ২০১৮ সালের সাফল্যের গল্প দেখবে একই মুহূর্তে। ৭১ থেকে ১৮ টাইম ট্রাভেলিং? কীভাবে সম্ভব? জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা রেদওয়ান রনি এই প্রথম এমন একটি বিজ্ঞাপন নির্মাণ করলেন বাংলাদেশ রবি আজিয়াটা লিমিটেডের পরিচালিত স্বাধীন ব্র্যান্ড এয়ারটেলের জন্য।
যেখানে দর্শকের হাতে থাকবে টাইম মেশিনের সুইচ। পর্দায় ক্লিক করলেই একই চরিত্রের রূপায়ন দেখতে পাবে ৭১ এর বিজয়ের গল্প আবার ক্লিক করলেই ফিরে এসে সেই ওদেরই দেখবে বর্তমান সময়ের গল্পে।
নির্মাতার দাবি বাংলাদেশে এই প্রথমবারের মতো এই ধরনের একটি বিজ্ঞাপন নির্মাণ করা হয়েছে।
এ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, ‘আমার নির্মাতা জীবনে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, একই চরিত্রের দুই ভিন্ন সময়ে একই ধরনের দৃশ্যের রুপায়ন এর আগে বাংলাদেশে দেখা যায় নাই, কাজেই সম্পূর্ণ নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিটি ফ্রেম বাই ফ্রেম ১৯৭১ এবং ২০১৮ সালে মিলিয়ে শুটিং করতে হয়েছে, শেষ পর্যন্ত এটা সম্ভব হয়েছে আমাদের দেশের মেধাবী সব নির্মাণ শিল্পীদের সহযোগিতায়।’

Facebook Comments